২০ ফেব্রুয়ারি, ২০২২ ২২:০০

‘নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে’

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আজকের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে তাদের সঠিকভাবে অবহিত করার মধ্যে দিয়েই প্রকৃত দেশাত্মবোধ জাগ্রত হবে। 

আজ রবিবার বিকালে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। 

বগুড়া প্রেসক্লাবের একুশে উদযাপন কমিটির সদস্য জেএম রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু প্রমুখ। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫টি বিভাগে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবারে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার খ্যাতিমান চিত্রশিল্পী বেলাল উদ্দিন আহমেদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, পিটিআই-এর সহকারী সুপার সেলিনা খানম। প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর