২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪৭

পরিবারের অসতর্কতায় কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি

পরিবারের অসতর্কতায় কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

বরগুনার সদর উপজেলার ঢলুয়া গ্রামে পরিবারের সদস্যদের অসতর্কতার কারনে ইসা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মৃত ইসার খালাত ভাই কাকন বাংলাদেশ প্রতিদিনকে জানায়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তার খালাসহ বাড়ির অন্যান্য নারীরা প্রতিদিনের মত উঠানে ধান শুকাতে ব্যস্ত ছিলেন। বেলা আনুমানিক ১১টার দিকে ইসার মামি সাথী বেগম ঘরে এসে দেখতে পান ইসা ধানক্ষেতে ব্যবহৃত কীটনাশক বাসুডিনের খোলা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। তাৎক্ষণিকভাবে ইসাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অসতর্কতার কারণেই শিশুটি গুড়া দুধ ভেবে কীটনাশক বাসুডিন খেয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর