২ মার্চ, ২০২২ ২১:২৮

নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে বিক্রেতার কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে বিক্রেতার কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পচা ও নষ্ট মাংস বিক্রি করার দায়ে মাংস বিক্রেতা মো. আরিফ মিয়াকে (৩০) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টায় উপজেলার সলিমগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্ত আরিফ নরসিংদী জেলার রাইপুরা থানার লক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আরিফ সলিমগঞ্জ বাজারের কাউসার কসাইয়ের দোকানের কর্মচারী ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন, সলিমগঞ্জ বাজারে একজন মাংস বিক্রেতা পচা ও নষ্ট মাংস বিক্রি করছেন- এমন খবরের ভিত্তিতে অভিযানে গেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি মাংসের গুণগত মান পরীক্ষা করে পচা ও নষ্ট মাংসের সত্যতা পান। পরে মাংস বিক্রেতাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ সময় সবার উপস্থিতিতে পচা মাংস বিনষ্ট করা হয়। অভিযানে সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ ও বাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর