৪ মার্চ, ২০২২ ১৬:৪৫

এসিড নিক্ষেপ : স্বামী-ননদসহ চারজনের বিরুদ্ধে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

এসিড নিক্ষেপ : স্বামী-ননদসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় তনয়া (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদ মহিলা মেম্বারসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে তনয়ার বড় ভাই ইভান হাওলাদার। ঘটনার পর পরই আসামিরা বাড়ি ছেড়ে পালিয়েছে। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে দাম্পত্য কলহের জেরে মিলন ২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তনয়ার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার চোখ ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় তনয়ার বড় ভাই ইভান হাওলাদার বাদী হয়ে গত ২ মার্চ তনয়ার স্বামী মিলন, ননদ (পানপট্টি ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য) রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও তার ছেলে সাগর চৌকিদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

এ প্রসঙ্গে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, গৃহবধূ তনয়ার শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর