৭ মার্চ, ২০২২ ১১:১৬

কালিয়াকৈরে দলিল লেখকদের কর্মবিরতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


কালিয়াকৈরে দলিল লেখকদের কর্মবিরতি

গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করছেন দলিল লেখক সমিতি। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, দলিল লেখক সমিতি ও সেবা নিতে আসা ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনে চলছে কর্মবিরতি পালন করছেন দলিল লেখক সমিতি। ফলে লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। অপরদিকে চরম ভোগান্তির শিকার হয়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, দ্বিতীয় দিনেও চলছে আমাদের কর্মসূচি। দলিলের অবিকল নকল উঠাতে দ্বিগুন টাকা নিধার্রণ করাসহ কয়েকটি কারণে আমরা কর্মবিরতি পালন করছি। তবে আলোচনা করে সমাধান হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। 

উপজেলা সাব রেজিস্ট্রার মো. আমির হামজা জানান, সরকারি বিধি মোতাবেক তাদের কাজ করতে বললে দলিল লেখকরা বিভিন্ন দাবী তোলে সরকারি আদেশের বিরোধীতা করে আসছে। এছাড়া কর্মবিরতির নামে জনগণকে হয়রানি করলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর