৭ মার্চ, ২০২২ ১৪:৩০

কনে বিদায়ের উৎসবে গণ্ডগোল, নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি

কনে বিদায়ের উৎসবে গণ্ডগোল, নিহত ১

নিহত রাহুলের স্বজনদের আহাজারি

বিয়ে বাড়িতে আনন্দ উল্লাস করতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাহুল বাশফোর (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে। আজ সোমবার কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে ঘটনা ঘটেছে।

এমন ঘটনার জের ধরে ওই এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা পুলিশ সেখানে অবস্থান নেয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, জেলা শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী (১৬) বাশফোরের সাথে গাইবান্ধা জেলা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল। রবিবার রাতে বিয়ে সম্পন্ন হয়। সোমবার  সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল। এসময় একজনের গায়ে ধাক্কা লাগা ও কথা কাটাকাটির জেরে রাহুলকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আরও তিনজন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, রাহুল ঘটনাস্থলেই মারা যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গাইবান্ধা থেকে গতকাল রবিবার ১০টি মাইক্রো যানে চড়ে দেড়শ জন বরযাত্রী বিয়েতে আসে। সোমবার সকালে বিয়ে শেষে বিদায় অনুষ্ঠানে নাচ-গান করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন মারা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর