৯ মার্চ, ২০২২ ১৬:৩১

‘আওয়ামী লীগ সরকারের আমলে নারীদের উন্নয়ন হয়েছে’

কুমিল্লা প্রতিনিধি

‘আওয়ামী লীগ সরকারের আমলে নারীদের উন্নয়ন হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের উন্নয়ন হয়েছে। আজ নারী প্রধানমন্ত্রী, স্পিকার, জনপ্রতিনিধি, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসনের উচ্চপর্যায়সহ নানা ক্ষেত্রে সমতা আনয়নে উদাহরণ সৃষ্টি হয়েছে। এছাড়া নারীরা মহান মুক্তিযুদ্ধেও ভূমিকা পালন করেছে। আগামী দিনগুলোতে তা অব্যাহত রাখতে পারলেই নারী দিবসের সার্থকতা আসবে।  

মঙ্গলবার কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসনের সহায়তায় এবং মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এই বক্তব্য তুলে ধরেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্ব করেন। আবেদা মান্নান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মো. মোরশেদ আলম ভুঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম কামরুজ্জামান, আওয়ামী লীগ নেত্রী নাজমা মোরশেদ মাসুদ প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর