৯ মার্চ, ২০২২ ১৬:৪৯

বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা

বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি।

বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের মৌলভী পাড়া ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতাল চত্বর থেকে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইয়ামলী খানের নেতৃতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (চক্ষু বিভাগ) ডাক্তার মো. ইয়ামলী খান। এতে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও ডা. মো. রুহুল আমিন হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অপটোমেট্রিস্ট মোছা. নাসরিন আক্তার ও মোছা. তাসলিমা আক্তার প্রমুখ।

সভায় চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইয়ামলী খান বলেন, মানুষকে দৃষ্টি শক্তিহীন করতে গ্লকোমা একটি প্রধান কারণ। এই রোগে আক্রান্তরা ক্রমেই অন্ধকার জীবনের দিকে ধাবিত হয়। তবে জনসচেতনাই পারে মানুষকে এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করতে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর