১০ মার্চ, ২০২২ ১৪:৪০

মঞ্চস্থ হলো নাটক ‘অন্ধকার থেকে আলোয়’

টাঙ্গাইল প্রতিনিধি

মঞ্চস্থ হলো নাটক ‘অন্ধকার থেকে আলোয়’

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

টাঙ্গাইল থিয়েটারের প্রযোজনা ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় পথনাটক ‘অন্ধকার থেকে আলোয়’  মঞ্চস্থ হয়েছে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিশিষ্ট নাট্যকার রতন দত্তের রচনা ও নির্দেশনায় ওই পথনাটক মঞ্চায়িত হয়। 

‘অন্ধকার থেকে আলোয়’ নাটকের অভিনয় শিল্পীরা হলেন- ইশতিয়াক রাজা, শাহ্ রনি বিল্লাহ, মোস্তাফিজুল হক, শাহ্ মো. ইছরাইল বিল্লাহ, সোহাগ আক্তার, আলী হাসান, পরিতোষ কর্মকার, আতিকুল আলম চপল, সৈয়দা আয়শা সুলতানা জলি, আইরিন আক্তার, লিজু বাউলা, হৃদয়, আলম, সেলিম, হারুন ও বীরমুক্তিযোদ্ধা দল। 

প্রকাশ, মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন উপলক্ষে শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সদস্যভুক্ত নাট্য সংগঠন সমূহ ৬৪ জেলায় ৩৫০টি নাটক মঞ্চায়ন করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল থিয়েটার ‘অন্ধকার থেকে আলোয়’ নাটকটি মঞ্চায়ন করে।     


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর