১০ মার্চ, ২০২২ ১৭:৪৮

মৌমাছির কামড়ে প্রাণ গেল ৩২ কবুতরের

কুড়িগ্রাম প্রতিনিধি

মৌমাছির কামড়ে প্রাণ গেল ৩২ কবুতরের

মৌমাছির কামড়ে প্রাণ গেল কবুতরের

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফারাজিপাড়া গ্রামে মৌমাছির কামড়ে প্রাণ গিয়েছে ৩২টি কবুতরের। এছাড়াও ইউপি সদস্যসহ ৩ ব্যক্তি আহত হয়েছেন। পাশাপাশি মৌমাছির আক্রমণের শিকার হয় ৬টি গরু ও ২টি ছাগল। 

গতকাল বুধবার বিকালে উপজেলার তবকপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের রাধানাথ বর্মণ নামে এক ইউপি সদস্যের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য নিজে ও তার স্ত্রী পূর্ণিমা রাণি (৫০) এবং তার বৃদ্ধ মা সুরবালা (৭০) মৌমাছির আক্রমণে গুরুতর আহত হন।

ইউপি সদস্য রাধানাথ বর্মণ জানান, আমার বাড়ির উঠানের একটি আম গাছের মগডালে দীর্ঘদিন ধরে বেশ কিছু মৌমাছি চাক বেধে ছিল। গতকাল বুধবার বিকালে মৌমাছির বিশাল মৌ-চাকে কয়েকটি বাজপাখি এসে হানা দিলে মৌমাছিগুলো তাৎক্ষণিক সেখান থেকে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। পরে সেসব মৌমাছির আক্রমণে পার্শ্ববর্তী ৩২টি কবুতর মারা যায়।

এছাড়াও তিনিসহ তার বাড়ির দুই সদস্য আহত হন। পাশাপাশি মৌমাছির আক্রমণের শিকার হয় ৬টি গরু ও ২টি ছাগল। এরপর স্থানীয়রা খবর দিলে উলিপুর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ এসে ওই বাড়ি পরিদর্শনসহ সকলকে চিকিৎসা সহায়তা প্রদান করেন। 

উলিপুর থানার ওসি ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর