১২ মার্চ, ২০২২ ১৫:০৫
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

চিকিৎসক পরিচয়ে হাসপাতালে ঘোরাঘুরি,‌ ‌‘দশম শ্রেণির ছাত্র’ আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চিকিৎসক পরিচয়ে হাসপাতালে ঘোরাঘুরি,‌ ‌‘দশম শ্রেণির ছাত্র’ আটক

বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এক ভুয়া ডাক্তার আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। শনিবার বেলা ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্দেহজনক ঘোরাফেরার সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার নাম রাকিবুল ইসলাম (১৫)। রাকিবুল ঝালকাঠি পৌর এলাকার রাজের বাড়ির বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

শেবাচিমের নবজাতক বিভাগের রেজিস্ট্রার ডা. মো. আফজাল হোসেন জানান, ওই ওয়ার্ডে ডাক্তার বেশে অ্যাপ্রোন পরিহিত এক যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে সংশ্লিষ্টদের সন্দেহ হয়। এ সময় রাকিবুল নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয়। তখন ওই যুবককে ধরে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। বক্তব্যের সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় পরে তাকে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করা হয়। রাকিবুল দশম শ্রেণির ছাত্র বলে পুলিশকে জানিয়েছে। 

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, ভুয়া চিকিৎসক সেজে অনেকেই মেডিকেলে প্রবেশ করেন। যার কারণে অস্বস্তিতে পড়তে হয় কর্তৃপক্ষকে।

এ বিষয়ে আরও নজরদারি করার কথা বলেন তিনি। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর