১৬ মার্চ, ২০২২ ০৪:১৮

বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উদযাপন

ফেনী প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উদযাপন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ফেনী প্রেসক্লাব সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের মিলন মেলায় পরিনত হয়। 

বাংলাদেশ প্রতিদিনের পাঠক ফোরাম বন্ধু প্রতিদিনের আহ্বায়ক জহিরুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের ফেনী প্রতিনিধি জমির বেগের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলার চেয়ারম্যান শুসেন চন্দ্রশীল ও পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টার মো. শহীদউল্লাহ। 

এতে আরও বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক আবু তাহের, সভাপতি মীর হোসেন মীরু, ওসমান হারুন দুলাল, শাহজালাল রতন, আবু তাহের ভুইঞা, রবিউল হক রবি, শাহাদাত হোসেন, শুকদেব নাথ তপন, এডভোকেট রাশেদ মাজহার, এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, আরিফুল আমিন রেজভী, আতিয়ার স্বজল, কামাল উদ্দিন ভুইঞা, আরিফুর রহমান, নজির আহম্মদ রতন, যতন মজুমদার, জসিম মাহমুদ, এনএন জীবন, মাঈনুর রাসেল, সমির ভুইঞা, রাজন দেবনাথ, শাহজালাল ভুইঞা, নাজমুল হক শামীম, সোলেমান হাজারী ডালিম প্রমুখ। 

বক্তারা বাংলাদেশ প্রতিদিনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয় ও মিষ্টিমুখ করার পর অনুষ্ঠানটি শেষ হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর