১৭ মার্চ, ২০২২ ০৮:৫৯

কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ হাঙ্গরসহ আটক ২

বরগুনা প্রতিনিধি

কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ হাঙ্গরসহ আটক ২

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ৪০০ কেজি হাঙ্গরসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার তালতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাঙ্গরসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গর মাছসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দু’জনের বাড়ি পাথরঘাটায়। তারা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাধারণ শ্রমিকের কাজ করেন। 

পাথরঘাটায় জেলেদের কাজ থেকে কলাপাড়ার মহিপুর বাজারের একজন মৎস্য ব্যবসায়ী নিষিদ্ধ হাঙ্গর ক্রয় করে রুহুল আমিন (২৫) ও জান্নাতুল (৩০) নামে দুই শ্রমিককে পরিবহনের দায়িত্ব দেয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  আটককৃত দুজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত হাঙ্গর মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটার বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর