১৮ মার্চ, ২০২২ ১৫:১৯

‘কুচক্রী মহলের অপচেষ্টা রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘কুচক্রী মহলের অপচেষ্টা রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে’

বর্ধিত সভায় বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।

বগুড়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল ও তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বগুড়া পর্যটন মোটেলে বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট উজ্জ্বল প্রসাদ কানু।

এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফুল বারী বাবু, এনামুল বারী টুটুল, মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ, আরিফুল ইসলাম বাপ্পী, সুলতান মন্ডল সজল, মশিউর রহমান মামুন, আবদুল্লাহ আল নোমান, নাসিমুল বারী নাসিম, সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সিদ্বান্ত নেওয়া হয়। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

এসময় প্রধান অতিথি ম. আব্দুর রাজ্জাক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বিস্ময়কর ও উন্নত সমৃদ্ধশালী দেশ বাংলাদেশ। উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। দেশকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্রকারীরা নতুন করে চক্রান্ত শুরু করেছে। কুচক্রী মহলের অপচেষ্টা রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠন সুসংগঠিত করতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর