২০ মার্চ, ২০২২ ১১:১০

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলাস্কুলের বিশেষ উন্মুক্ত দিবস

নাইম আবদুল্লাহ, সিডনি

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলাস্কুলের বিশেষ উন্মুক্ত দিবস

করোনা মহামারীতে দীর্ঘ সময় অনলাইনে থাকার পর মুখোমুখি শিক্ষা কার্যক্রমে ফিরে আসার দিনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল স্কুল পরিচিতি, স্কুলের শিক্ষা দান পদ্ধতি, শিক্ষা কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রদান, প্রশ্নোত্তর পর্ব এবং ক্লাস পরিভ্রমণ। 

বাংলা স্কুল সভাপতি মসিউল আজম খান স্বপনের পরিচালনায় এই আয়োজনে আগ্রহী অভিভাবক, ছাত্রছাত্রী, ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই পরিবেশনা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য খোলা থাকে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর