২০ মার্চ, ২০২২ ১৭:০৯

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাই হ্রদে নৌ‌ র‌্যালি

রাঙামাটি প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাই হ্রদে নৌ‌ র‌্যালি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে পতাকাবাহী নৌ- র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটির শহীদ মিনার ঘাটে এ র‌্যালির উদ্বোধন করেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন উপস্থিত ছিলেন।

কাপ্তাই হ্রদের  ভ্রাম্যমাণ নৌযান পতাকা র‌্যালিতে প্রায় ৫০টি ইঞ্জিনচালিত নৌকা অংশগ্রহণ করে।

নৌ র‌্যালির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটিতে একটু ভিন্নভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করতে চেয়েছি। কাপ্তাই হ্রদে আছে প্রাকৃতিক অপার সৌন্দর্য। তার ওপর জাতীয় পতাকা সজ্জিত নৌযানগুলো খুবই আকর্ষণ কেড়েছে। র‌্যালিতে রাঙামাটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে আনন্দিত হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর