২৬ মার্চ, ২০২২ ১২:৪৩

বগুড়ায় গণহত্যা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় গণহত্যা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জেলার ফাঁপোর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, বগুড়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা মাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত আহমেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী, ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর