৩০ মার্চ, ২০২২ ১৬:০২

গাইবান্ধায় বারুণী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বারুণী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত

গাইবান্ধা শহরের নতুন ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে আজ বুধবার গঙ্গা পূজা ও বারুণী স্নান উৎসব পালন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাঘট নদীতে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভক্তরা স্নান করতে ভিড় জমান। সেই সাথে নদী পাড়ে বিভিন্ন খাদ্য ও পণ্য সামগ্রী নিয়ে মেলাও জমে ওঠে।

গাইবান্ধা জেলা পুরোহিত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী বলেন, গঙ্গা পূজা সংক্রান্ত উৎসবকে বারুণী পূজা বা উৎসব বলে। প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে এই পূজা ও স্নান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুণী তিথিতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়। কথিত আছে এ তিথিতে গঙ্গা স্নান করে একমনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলে ঈশ্বর ক্ষমা করে দেন। করোনা পরিস্থিতির কারণে গত বছর এ উৎসব ও স্নান একরকম বন্ধই ছিল। তবে এবার ব্যাপক মানুষ এতে অংশ নিয়েছেন।

দিনব্যাপী স্নান, গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কীর্তন, মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন হিন্দু ধর্মের ভক্তরা যেমন অংশ নিয়েছেন তেমনি এ উপলক্ষে বসা মেলায় সব ধর্মের মানুষ অংশ নিয়ে আনন্দে মেতে উঠেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর