৮ এপ্রিল, ২০২২ ১৬:৪৬

সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আলমের জামিন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আলমের জামিন

সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আলমের জামিন।

পৌর নির্বাচনোত্তর সহিংসতার মামলায় দীর্ঘ ৫ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে পৌর মেয়রের চেয়ারে বসলেন সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে সোনাতলায় আসলে তার শুভাকাঙ্ক্ষী-অনুসারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

পরদিন শুক্রবার সকালে তিনি পৌরভবনে গেলে পৌর কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পৌর এলাকার সাধারণ জনগণও তার সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি পৌর মেয়রের কার্যালয়ে গিয়ে মেয়রের চেয়ারে বসেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ নভেম্বর সোনাতলা পৌর নির্বাচনের পরের দিন পৌর সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে প্রতিপক্ষ। সেই মামলার পরিপ্রেক্ষিতে একই বছর ৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া ডিবি পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর