৯ এপ্রিল, ২০২২ ১৭:২১

কিস্তির টাকা নেওয়ার সময় গাছ চাপায় এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

কিস্তির টাকা নেওয়ার সময় গাছ চাপায় এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় এনজিও’র কিস্তি নিয়ে গিয়ে নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত সাথী দত্ত নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ অফিসার পদে কর্মরত ছিলেন। সাথী দত্তের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের আফজাল মোল্লার বাড়িতে শনিবার সকালে এনজিও’র বকেয়া কিস্তি আদায় করতে যান সাথী দত্ত। বাড়ির উঠানে বসে সমিতির সদস্যদের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় বাড়ির উঠানে থাকা বড় আকারের পুরাতন একটি নারকেল গাছ ভেঙে পড়ে। এতে সাথী দত্ত গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনজিও প্রতিষ্ঠান আশা তালমা-১ ব্রাঞ্চের ম্যানেজার মো. হেলালউদ্দিন বলেন, সাথী দত্ত এনজিওর ঋণ আদায় করতে গজগা গ্রামের আফজাল মোল্লার বাড়িতে যায়। সেখানে সে দুর্ঘটনায় পড়ে নিহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই। 

নগরকান্দা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর