১৩ এপ্রিল, ২০২২ ১৭:৩৫

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা

বাগেরহাটের মোড়েলগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয়যোগ্য পণ্যদ্রব্যের মূল্য তালিকা না টানানো এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে মোড়েলগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম।  

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয়যোগ্য পণ্যদ্রব্যের মূল্য তালিকা না টানানো এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে গরুর  মাংস বিক্রেতা যথাক্রমে মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা, হারুন শেখ ও হালিম শেখকে ৫ হাজার টাকা করে, খাসির মাংস বিক্রেতা টিটু মৃধাকে ৩ হাজার টাকা, মুদি ব্যবসায়ী রিপন কাজীকে ৩ হাজার টাকা ও মুরগী ব্যবসায়ী শাওন খানকে ২ হাজার টাকাসহ সব মিলিয়ে ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর