১৪ এপ্রিল, ২০২২ ১৬:০৬

হোসেনপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

হোসেনপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

হোসেনপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ।

কিশোরগঞ্জের হোসেনপুরে সিআইজি মৎস্য সমবায় সমিতির চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, প্রচার সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. নজরুল ইসলাম, অফিস সহকারী এনায়েত কবীর ও ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি প্রমুখ।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) এর আওতায় একটি সাইনবোর্ড, ৩০ কেজি মাছ ও ১২৫ কেজি মাছের খাদ্য বিতরণ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি সিআইজি (মৎস্য) সমবায় সমিতির ১৫ জন চাষির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর