১৭ এপ্রিল, ২০২২ ১৩:৫৬

বেতন ভাতা ও চাকরির নিরাপত্তার দাবিতে নরসিংদীতে শ্রমিক আন্দোলন

নরসিংদী প্রতিনিধি

বেতন ভাতা ও চাকরির নিরাপত্তার দাবিতে নরসিংদীতে শ্রমিক আন্দোলন

নরসিংদীতে বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা। রবিবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ফ্যাক্টরির প্রধান গেইটের সামনে বিক্ষোভ শুরু করেন। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শাহেপ্রতাব বেলদি এলাকায় অবস্থিত একটি কারখানার শ্রমিকরা আন্দোলন করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, কারখানাটিতে সেফটির কোনো ব্যবস্থা নেই। তাছাড়া নিয়োগের সময় ১৮ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করলেও গত দুই তিন মাস যাবত শ্রমিকদের ৮ হাজার টাকা হারে বেতন দেওয়া হচ্ছে। একই সাথে এবারের ঈদে বোনাস দেওয়া হবে না বলেও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। 

এরই পরিপ্রেক্ষিতে গত দুই মাস যাবত শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল। সর্বশেষ রবিবার সকালে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কারখানার এক চাইনিজ কর্মকর্তা এক শ্রমিককে মারপিট করেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিকরা। পরবর্তীতে কর্মবিরতি দিয়ে কারখানা গেইটে আন্দোলন শুরু করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

শ্রমিকরা অভিযোগ করে আরও বলেন, কারখানাটিতে শ্রমিকদের সেফটির কোনো ব্যবস্থা নেই। প্রতি মুহূর্তে নারী শ্রমিকদের শ্লীলতাহানি ঘটাচ্ছে। প্রতিবাদ করলেই শ্রমিকদের নির্যাতন করা হয়। তাছাড়া ব্যাটারি তৈরির শিশার ধোয়া হরহামেশাই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। কারখানা কর্তৃপক্ষ শুধুমাত্র শ্রমিকদের সাথেই প্রতারণা করছে তা নয়। তারা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে। প্রতি পিস ব্যাটারি ১৩ হাজার টাকায় বিক্রি হলেও ৫ হাজার ৬০০ টাকা করে সরকারকে ট্যাক্স দিচ্ছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানিয়েছেন, বেতন-ভাতা ও অন্যান্য বিষয় নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে পরিবেশ স্বাভাবিক রয়েছে। তাছাড়া শিল্প পুলিশ সেখানে রয়েছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর