১৭ এপ্রিল, ২০২২ ১৪:৩৬

বাগেরহাটে মুজিবনগর দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মুজিবনগর দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বাগেরহাটে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা গন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'ঐতিহাসিক মুজিবনগর এবং বাংলাদেশের স্বাধীনতা'-শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা অংশ নেন।

এডীকে, বাগেরহাটের শরণখোলা উপজেলাটেও র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। পরে উপজেলার বটতলা চট্ট্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ । 

মোড়েলগঞ্জ উপজেলাটেও একই ভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুজিবনগর দিবস পালিত হয়েছে। আলোচনা সভার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, আ্যাড. আমিরুল আলম মিলন। উ

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে 'ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক'-আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ওসি তদন্ত শাহাজাহান আহম্মেদ প্রমুখ। 

এদিকে, সকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর