২১ এপ্রিল, ২০২২ ২০:১৩

নরসিংদীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

তুলার গোডাউনে অগ্নিকাণ্ড।

নরসিংদীতে একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার ডিজিএম মাহামুদ হোসেন জানিয়েছেন, মিলের প্রায় সবাই নামাজ আদায় করছিল। বেলা দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তখন মসজিদ থেকে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

নরসিংদী ফায়ার স্টেশনের ইনচার্জ মোস্তাফিজ জানান, তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল। কারণ তুলার আগুন নেভানোর পরও জ্বলে ওঠে। এছাড়া কারখানার ভেতরে পানির সংকট থাকায় আগুন নেভাতে প্রথমে কিছুটা কষ্ট হয়েছে। পরে পানির গতি পাওয়ায় দেড় ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর