২২ এপ্রিল, ২০২২ ১৪:০৬

রঙমিস্ত্রি মজিদ ও উচ্চবিত্ত লীনার ঘরপালানোর গল্প

অনলাইন ডেস্ক

রঙমিস্ত্রি মজিদ ও উচ্চবিত্ত লীনার ঘরপালানোর গল্প

মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রঙ মিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রঙ করার কাজ পায় মজিদ। দুইজনার সামাজিক অবস্থান আকাশ পাতাল হলেও রঙয়ের সুবাদে হয় পরিচয় ও সখ্যতা।

মুনতাহা বৃত্তার এমন চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেন রাফাত মজুমদার রিংকু। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল। নাটকটির নাম ‘রং ঢং’।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের। তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।

জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর