২৫ এপ্রিল, ২০২২ ২০:৫০

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুসহ এক গৃহিনীর বাড়িতে প্রবেশ ও বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। এতে বণগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামের গৃহিনী দীপা রায় তার ৪ বছরের শিশু সন্তান নিয়ে টানা ২৫ দিন ধরে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। চাকরির সুবাদে স্বামী বাদল দাস বাড়িতে না থাকায় এক নিকটআত্মীয় দিপাকে অনৈতিক প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় দীপার পথ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। 

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ২০ দিনের মধ্যে পারিবারিকভাবে মীমাংসার জন্য সময় দিয়েছিল পুলিশ। কিন্তু ওই সময়ে এ ঘটনার কোনো সুরাহা হয়নি। দীপা রায় অবরুদ্ধই রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত দীপা রায়ের ভাসুর বিনয় দাস বলেন, ‌‘নতুন মাটি ফেলার কারণে সাময়িকভাবে দীপার চলাচলে সমস্যা হচ্ছে। ইচ্ছকৃতভাবে তার পথ বন্ধ করা হয়নি। পারিবারিক বিরোধের কারণে সে বাড়িয়ে বলছে।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন দাস বলেন, ‘ওয়ারেশি জায়গা জমি নিয়ে দীপার স্বামীর সাথে বিনয় দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি দু’এক দিনের মধ্যে সমাধানের চেষ্টা করছি।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর