২৬ এপ্রিল, ২০২২ ১৬:৫১

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল নেত্রকোনার ৩৪৭ পরিবার

নেত্রকোনা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল নেত্রকোনার ৩৪৭ পরিবার

নেত্রকোনায় ঈদ উপলক্ষে হতদরিদ্র ৩৪৭টি পরিবার প্রধানমন্ত্রী উপহারের ঘর পেয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে জেলার মদন উপজেলার দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। 

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়। এদিকে ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগে আপ্লুত হয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু কামনা করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর