২৭ এপ্রিল, ২০২২ ১৪:৩৬

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

খাদ্য সংকটে চুয়াডাঙ্গা শহরের লোকালয়ে ঢুকে পড়েছে কয়েকটি হনুমান। বুধবার সকালে শহরের মাস্টারপাড়া এলাকায় এক সাথে তিনটি হনুমানের দেখা মেলে। হনুমানগুলোকে খাবারের সন্ধানে বিভিন্ন বাড়ি ছাদে, গাছের ডালে এমনটি বাড়ির উঠানে ঘুরতে দেখা যায়।

বুধবার সকালে মাস্টারপাড়ায় এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে লাফিয়ে চলাচল করছিলো হনুমানগুলো। এগুলো একপর্যায়ে একটি কাঠালগাছে এসে বসে। ক্ষুধার তাড়নায় গাছের পাতা ছিড়ে খায়। কিছুক্ষণ পর হনুমানগুলো বিভিন্ন বাড়ির ছাদ পেরিয়ে অন্য দিকে চলে যায়।

মাস্টারপাড়ার গৃহিনী শিরিন সুলতানা জানান, মনে হচ্ছে হনুমানগুলো খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছে। এরকম আরো কয়েকটি হনুমান মাঝেমধ্যে ঘুরতে আসে। কেউ কেউ পাউরুটি, কলা খেতে দিলে খেয়ে চলে যায়। এসব হনুমান কারো ক্ষতি করে না। 

এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গাতে সাধারণত হনুমান দেখা যায় না। মূলত খাবারের সন্ধানে তারা মঝেমধ্যে লোকালয়ে চলে আসে। ঝুঁকি নিয়ে তারা মানুষের বাড়ির ছাদে, গাছের ডালে ঘুরে বেড়ায়। হনুমানরা কারো ওপর আক্রমণ করে না।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর