২৯ এপ্রিল, ২০২২ ১৮:০১

সারিয়াকান্দিতে ১০০ গরিব-অসহায় পেল শাড়ি-লুঙ্গি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারিয়াকান্দিতে ১০০ গরিব-অসহায় পেল শাড়ি-লুঙ্গি

সারিয়াকান্দিতে ১০০ গরিব-অসহায় পেল শাড়ি-লুঙ্গি।

ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া সারিয়াকান্দির প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, ও গরিব অসহায় শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে ‘সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশন’।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সারিয়াকান্দি পৌরভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।

সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ মহাসচিব সালজার রহমান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সিনিয়র উপদেষ্টা মাহবুবুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ মো. পলাশ মিয়া বাপ্পা, দপ্তর সম্পাদক মো. মিল্লাত মাহমুদ বাবু উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর