শিরোনাম
১ মে, ২০২২ ০৭:১৩

ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, রাস্তার গাছপালা অপসারণে ব্যস্ত পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, রাস্তার গাছপালা অপসারণে ব্যস্ত পুলিশ

কালবৈশাখী ঝড়ে রাস্তার গাছপালা অপসারণে ব্যস্ত পুলিশ।

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে রাস্তায় পরে থাকা গাছপালা অপসারণে ব্যস্ত পুলিশ। শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে হঠাৎ প্রবাহিত হয় কালবৈশাখী ঝড়। টানা এক ঘণ্টার ঝড়ে তছনছ হয়ে যায় গাছপালাসহ আধাপাকা ঘরবাড়ি। এছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফসল।

এতে জরুরি প্রয়োজনে ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরসহ শহরের আশপাশের রাস্তায় চলাচল অস্বাভাবিক হয়ে পরে। এজন্য ঝড় থেমে যাওয়ার পর থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে সদর ঠাকুরগাঁও থানার ওসির নেতৃত্বে বেশকিছু সদস্য রাস্তায় পরে থাকা গাছপালা অপসারণে নিরলসভাবে কাজ করছেন। তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে সাধারণ মানুষের রাস্তায় চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এমন দুর্যোগে সকলকেই এগিয়ে আশা উচিত। আমরা যেমন সড়কের গাছপালা অপসারণে কাজ করেছি। তেমনি ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করেছেন। আমরা আমাদের মানবিক দায়িত্ব থেকেই কাজ করেছি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর