৭ মে, ২০২২ ১৬:০২

রংপুরে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ইঞ্জিনিয়ার্স 
ডে উদযাপিত

দেশের ১৮টি কেন্দ্রে ও ৩৩টি উপকেন্দ্রে একযোগে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপিত হয়েছে। রংপুরে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আইইবি রংপুর কেন্দ্রের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, শপথ বাক্য পাঠ ও উৎসব র‌্যালি বের করা হয়।

আজ শনিবার সকালে রংপুরে আরকে রোডে ট্রাক টার্মিনাল সংলগ্ন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আইইবি রংপুরের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন আইইবি রংপুরের ভাইস চেয়ারম্যান আবসরপ্রাপ্ত প্রকৌশলী রেজাউল করিম, আইইবি রংপুরের সম্পাদক ও এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক, রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী গোলাম যাকারিয়া, এলজিইডি রংপুরের প্রকৌশলী কান্তেশ্বর, সহকারি প্রকৌশলী নাসিম রাব্বি, প্রকৌশলী  আব্দুল মাকেল মন্ডল, প্রকৌশলী আবু খায়ের মো. আব্দুল হালিম, প্রকৌশলী  আবুল কাশেম, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণবর্মন চন্দ্র সরকারসহ আইইবি রংপুর কেন্দ্রর সকল নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর