১০ মে, ২০২২ ১৫:২৮

অশনি: বাগেরহাটে বেড়েছে নদীর পানি, বইছে দমকা হাওয়া

বাগেরহাট প্রতিনিধি

অশনি: বাগেরহাটে বেড়েছে নদীর পানি, বইছে দমকা হাওয়া

অশনির প্রভাবে বেড়েছে বাগেরহাটের নদীর পানি।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বাগেরহাটের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় দুই ফুট পানি বেড়েছে। বৃষ্টির পাশাপশি উপকূলজুড়ে আজ মঙ্গলবার সকাল থেকে বইছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অশান্ত রয়েছে বঙ্গোপসাগর। আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ।

ঝড়ে অশান্ত সাগরে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবন, শরণখোলা, মোংলা ও বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি ফিশারী ঘাটে প্রায় দেড় হাজার ফিশিং ট্রলার ফিরে এসেছে।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, দুই নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত থাকায় বর্তমানে বন্দর জেটি, আউটার অ্যাংকরেজে ৪টি বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে।
 
বাগেরহাটের পশুর, বলেশ্বর, পানগুছি, দড়াটানা, ভৈরবসহ জেলার সব নদ-নদীতে ঘূর্ণিঝড় অশনির প্রভাব স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির উচ্চতা দুই ফুট বেড়েছে। তবে এই পানি বৃদ্ধির ফলে চিংড়িসহ মাছের ঘের তলিয়ে যাবার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর