১৫ মে, ২০২২ ১২:৩৪

যমুনাতে অবৈধভাবে বালু উত্তোলন; ড্রেজার জব্দসহ একজনের জেল

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনাতে অবৈধভাবে বালু উত্তোলন; ড্রেজার জব্দসহ একজনের জেল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় দেড় কোটি টাকার মূল্যর ড্রেজার, লোড-আনলোডের বাল্কগ্রেড জব্দ করাসহ এসব কাজের সাথে জড়িত মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেন নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার জুনুকসাথী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিন। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া ও থানা পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

জব্দকৃত মালামাল নৌ-পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এবং সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর