১৫ মে, ২০২২ ১৪:১৭

বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম তামান্না আক্তার। সে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. সরোয়ার মোল্যার মেয়ে। নিহত ওই শিক্ষার্থী বোয়ালমারী পৌর সদরে অবস্থিত আইডিয়াল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়তো।

শনিবার দুপুর ১২টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার দুপুরে নিহত তামান্না মা ও ভাই-বোনের সাথে মাদ্রাসা থেকে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল। ভ্যানটি মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি মালবাহী ট্রাক ও দ্রুতগামী একটি বাসের মাঝে পড়ে যায়। অটোভ্যান চালক গতি নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে দ্রুতগামী বাসের সাথে সজোরে ধাক্কা খায় ভ্যানটি। এতে তামান্নাসহ সকলেই রাস্তায় ছিটকে পড়ে। সে সময় বাসের চাকার নিচে পড়ে গুরুতরভাবে আহত হয় তামান্না। তার হাত ও বুকের পাঁজর ভেঙ্গে যায়। ঘাতক বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। শনিবার দিবাগত রাত একটার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় রবিবার বেলা ১১টায় ছোলনা গোরস্থানে ওই শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর