১৬ মে, ২০২২ ১৩:০৩

লাকসামে তিন দিনব্যাপী রোবটিক্স ও প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা শুরু

লাকসাম প্রতিনিধি

লাকসামে তিন দিনব্যাপী রোবটিক্স ও প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা শুরু

কুমিল্লার লাকসামে তিন দিনব্যাপী রোবটিক্স ও প্রোগ্রামিং রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা শুরু হয়।

সোমবার সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৪টি বিদ্যালয়ের ১০ জন বাছাইকৃত শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালার প্রথম দিন প্রশিক্ষক হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ছাত্র জুয়েল নাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারহানুর রহমান, একাডেমিক সুপারভাইজার মুবিন হোসেন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর