১৭ মে, ২০২২ ১৮:০৬

স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ কর্মশালা

বাগেরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মায়েদের স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো. হাবিবুল হক খান।

বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাফিজ আল আসাদ, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। 

কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, চিকিৎসকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা অংশ নেন।  

বিডি প্রতিনিধি/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর