২২ মে, ২০২২ ১৩:৩১

চরভদ্রাসনে পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ফসল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

চরভদ্রাসনে পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ফসল

ফরিদপুরের চরভদ্রাসনে উজান থেকে আসা বন্যার পানির কারণে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির ফলে উপজেলার চারটি ইউনিয়নে একশত নয় হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পানিতে আংশিক নিমজ্জিত রয়েছে ১৬৪ হেক্টর জমির ফসল।

রবিবার সকাল নয়টার দিকে সদর ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের কাজীবাড়ী ঘাট এলাকায় দেখা যায় পানিতে তলিয়ে যাওয়া বাদাম তুলছেন মোশারফ হোসেন (৬১) নামে এক ক্ষতিগ্রস্ত বাদাম চাষী। তিনি বলেন, বাদাম এখনও তোলার পরিপূর্ণ উপযোগী হয়নি। তার দুই বিঘা জমির বাদাম পানিতে তলিয়ে গেছে। লাভ তো দূরে, জমা উঠাই মুশকিল।

চর ঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের মো. রফিক(৪২) বলেন তার তিন বিঘা আউশ ধান তলিয়ে গেছে। যা ঘরে তোলা সম্ভব না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, উপজেলায় মোট দুই হাজার পাঁচশত উনপঞ্চাশ হেক্টর জমিতে বোনা আউশ, উফশি বোরো, হাইব্রীড বোরো, বোনা আমন, চিনা বাদাম, ভূট্টা,তিল ও সবজি করা হয়েছে। এর মধ্যে একশত নয় হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত ও আংশিক নিমজ্জিত রয়েছে ১৬৪ হেক্টর জমির ফসল। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যাবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর