২৭ মে, ২০২২ ১৫:৫২

জামালপুরে উদীচীর পঞ্চদশ সম্মেলন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে উদীচীর পঞ্চদশ সম্মেলন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

‘শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে-সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’-এই প্রতিপাদ্য নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা সংসদের পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের তমালতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গীতিকার সৈয়দ নজরুল ইসলাম শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন এবং প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আলী জহির। 

পরে আলোচনা সভায় উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুস সালাম রিপন, সাংগঠনিক সম্পাদক কংকন নাগ, সদস্য সারওয়ার কামাল রবিন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, সন্তোষ কুমার রাজভর, প্রার্থ প্রতিম দে প্রমুখ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর