২৯ মে, ২০২২ ১২:০৩

মহেশপুর গণকবরের মাথার খুলি-হাড় খুলনা গণহত্যা জাদুঘরে হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর গণকবরের মাথার খুলি-হাড় খুলনা গণহত্যা জাদুঘরে হস্তান্তর

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদ খননের সময় গণকবরের সন্ধান পান স্থানীয়রা। সেখান থেকে প্রাপ্ত হাড়গোড় ও মাথার খুলি গতকাল শনিবার খুলনা গণহত্যা জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। 

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জাদুঘরে হস্তান্তর করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজ বংশী। খুলনা গণহত্যা জাদুঘরের পক্ষে তা গ্রহণ করেন জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক মুনতাসীর মামুন।

এসময় উপস্থিত ছিলেন জাদুঘর ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের, মুক্তিযোদ্ধা গবেষক ক্যাপ্টেন সালাউদ্দীন এম রহমতুল্লাহ, পারভীনা খাতুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বাশার, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, আব্দুল আওয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী আনিসুল ইসলাম, মহেশপুর থানা অফিসার ইনচার্জ সেলিম মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, মাতৃভাষা গণগ্রন্থাগারের পরিচালক এম কে টুটুল, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম প্রমুখ।

অধ্যাপক মুনতাসীর মামুন জানান, এসব হাড়-মাথার খুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধের জন্য। এগুলো ইতিহাসের একটি বড় অংশ। আমরা সবসময় এই ইতিহাসকে সংরক্ষণ করতে চাই। এ প্রজন্মকে জানাতে চাই বাংলার সাহসী বীরদের ইতিহাস।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর