৩০ মে, ২০২২ ১৫:৪৫
টাঙ্গাইলের সখীপুর

দেশীয় মাছ রক্ষায় জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি


দেশীয় মাছ রক্ষায় জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তা

টাঙ্গাইলের সখীপুরে দেশীয় মাছ রক্ষা করতে চায়না জাল পুড়িয়ে দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। সোমবার সকালে উপজেলার বইলানপুর এলাকা থেকে প্রায় আড়াই হাজার ফিট চায়না জাল পুড়ানো হয়।

স্থানীয়রা জানায়, বর্ষা শুরু না হতেই খাল-বিলে চায়না জাল দিয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে যান। ওই সময় জালের কাছে কাউকে না পেয়ে জালগুলো পুড়িয়ে ফেলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, দেশীয় মাছ রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। শুধু জাল পুড়িয়ে ফেলা আর ভ্রাম্যমাণ আদালত বসালেই এর সমাধান হবে না। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর