৯ জুন, ২০২২ ১৪:০৯

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে ২ ঘণ্টা নৌযান বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফের চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে বেলা সাড়ে ১১টা থেকে নৌরুটে বন্ধ রাখা হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর দেড়টার দিকে লঞ্চ চলাচল শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর দেড়টার দিকে নৌযান চলাচল শুরু হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর