১১ জুন, ২০২২ ২০:৪৭

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিশ্বনাথে দিনব্যাপী কর্মশালা

বিশ্বনাথ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিশ্বনাথে দিনব্যাপী কর্মশালা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, শিক্ষা-সহায়তা, বিনিয়োগ বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশসহ নানামুখী ১০টি উদ্ভাবনী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে অংশ নেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। কর্মশালার এক পর্যায়ে বিশেষ ১০ উদ্যোগের একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দে (ভিডিও কনফারেন্স’র মাধ্যমে) সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটু, বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর