১৩ জুন, ২০২২ ১৮:৫৮

তালতলী ইউপি নির্বাচন: নৌকার প্রার্থীকে জরিমানা

বরগুনা প্রতিনিধি

তালতলী ইউপি নির্বাচন: নৌকার প্রার্থীকে জরিমানা

বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫নং বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মো. আলমগীর মিয়া (আলম মুন্সিকে) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ জরিমানা করেন। 

সূত্র জানায়, সদর ইউনিয়নের নৌকা প্রার্থী প্রচারণার জন্য মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। এর দায়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর (৩১) ১১ ও ২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রতিনিধি করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।

আগামী বুধবার (১৫ জুন) শেষ ধাপে বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর