শিরোনাম
১৩ জুন, ২০২২ ১৯:৩৩

তালতলীর সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত

বরগুনা প্রতিনিধি

তালতলীর সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত

ফাইল ছবি

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে।

এর আগে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরাজী ইউনুস নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর কর্মীরা তাকে ও তার সমর্থকদের গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচারণায় বাধা দিচ্ছে। তার নির্বাচনী অফিস ভাঙচুরসহ তার কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

একই কারণে রবিবার নির্বাচন কমিশন বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানায়, গণমাধ্যমে প্রকাশিত এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বেতাগীর কাজিরাবাদ ও তালতলী সোনাকাটা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর