১৫ জুন, ২০২২ ১০:২৪

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ভোটগ্রহণ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ভোটগ্রহণ চলছে

খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ১৪টি কেন্দ্রে পাহাড়ের নারী পুরুষ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায়। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বাইল্লাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দেখা যায় নারী-পুরুষ র্দীঘ লাইন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থী রয়েছে।

চেয়ারম্যান পদে ৪জন ,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা (নৌকা প্রতীক), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আইয়ুব আলী (মোটরসাইকেল প্রতীক), বর্তমান উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা (আনারস প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী রুইসাঅং মারমা (দোয়াত কলম প্রতীক)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন হলেন- কংজেরী মারমা (মাইক প্রতীক), ফখরুল ইসলাম লিটন (তালা প্রতীক), মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল প্রতীক), ইফতেখার উদ্দীন (টিয়া পাখি প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিুপুরা (ফুটবল প্রতীক) ও ফাতেমা বেগম (কলম প্রতীক)।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে এবার ৩৩হাজার ১শত ৫৭ জন ভোটার ভোটে অংশ নিচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর