২০ জুন, ২০২২ ১১:৫৩

নেত্রকোনায় বানভাসি মানুষের মানবেতর দিনানিপাত

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় বানভাসি মানুষের মানবেতর দিনানিপাত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নেত্রকোনার প্রায় সবকটি উপজেলার অর্ধশতাধিক ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত। জেলার সবচেয়ে বেশি বন্যা কবলিত উপজেলা কলমাকান্দা, দুর্গাপুর ছাড়াও বন্যার পানি ছড়িয়ে পড়ছে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও। বাড়িঘরে পানি থাকায় দুইদিন ধরে শুধু চিড়ামুড়ি খেয়ে আজ সোমবার ভাত রান্নার চেষ্টা করছেন অনেকে। 

চার-পাঁচ বাড়ির পরিবার এক হয়ে অন্যের বারান্দায় গিয়ে টিন দিয়ে চুলা বানিয়ে ক্ষুধা নিবারণে রান্নার চেষ্টা করছেন তারা। পাশাপাশি গবাদিপশুর জন্যও রান্না করছেন জাও। ঘাস না থাকায় কোন রকমে এসব গবাদি পশুদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন তারা। বেশি সমস্যায় পড়েছেন খাওয়ার পানি এবং টয়লেট ব্যবহারে। 

জেলার ১০ উপজেলার ৬৪ টি ইউনিয়নের মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের সাথে ঠাকুরাকোনা কংশ নদীর পাড়ে তাতিয়র এলাকায় সকাল থেকে রান্না করে ভাত খাওয়ার চেষ্টা করলেও পরিবারের প্রধান আব্দুল আলিম জানান, এই দুর্ভোগ কবে শেষ হবে জানা নেই। বাচ্চাসহ পশুগুলো নিয়ে রয়েছি ভোগান্তিতে। কেউ আসেওনি এখানের দুর্ভোগ দেখতে। 

এদিকে, পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে কংশ নদীর পানি কিছুটা গতকাল রবিবারের তুলনায় কমলেও এখনো বিদৎসীমার উপরে ২৭ সেন্টিমিটার এবং উব্দাখালিতে কয়েক সেন্টিমিটার কমে ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর