কিশোরগঞ্জের মিঠামইনে বন্যায় প্লাবিত এলাকা ও আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
মঙ্গলবার বিকালে মিঠামইন সদর ইউনিয়নের মডেল মসজিদ প্রাঙ্গণে চার হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ নিতে আসা মিঠামইন সদর ইউনিয়নের সুফিয়া বেগম বলেন, বন্যার পানিতে বাড়িঘরে পানি উঠে গেছে। গবাদিপশু আর ঘরের মালামাল নিয়ে স্কুলে উঠেছি। তিনদিন ধরে খুব খারাপ অবস্থায় আছি। আজকে এমপি সাহেব আমাদের সবাইকে ১০ কেজি করে চাল দিয়ে গেছেন। আমরা খুব খুশি।এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পৌঁছানো হচ্ছে। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা প্রকৌশলী মো. ফয়জুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. খলিলুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই