শিরোনাম
২২ জুন, ২০২২ ১৫:১৫
বগুড়ার ধুনট

নির্মাণাধীন সেতুর সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্মাণাধীন সেতুর সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন সেতুর ঢালাই কাজের সার্টার ভেঙে নুতু প্রামানিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সামনের নির্মাণাধীন সেতুতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন শ্রমিক আহত হয়েছে।

নুতু প্রামানিক কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত খলিল প্রামানিকের ছেলে। আহত শ্রমিকেরা হলো যশোর জেলার শার্শা থানাধীন চান্দুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মকবুল হোসেন (২৪) ও কাজিপুরের হরিনাথপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কোব্বাত আলী (৫৫)।

স্থানীয়রা জানান, বগুড়ার একটি ঠিকাদার প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে। বুধবার সকাল ১১টার দিকে সেতুটি ঢালাইয়ের জন্য বাঁশ ও কাঠের সার্টার তৈরি করে ওপরে উঠে তিন জন শ্রমিক কাজ করছিলেন।

এসময় কাঠের তৈরি সার্টারটি ভেঙে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই শ্রমিক নুতু প্রামানিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দুই শ্রমিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শ্রমিকের মরদেহ স্বজনেরা নিয়ে গেছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর