২২ জুন, ২০২২ ১৭:১৮

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

নাটোর প্রতিনিধি

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

নাটোরের বাগাতিপাড়ার কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়।

বিতারণকালে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

পরে পৌরসভা ও ৫টি ইউনিয়নে ৭০ জনকে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, পলিথিন, সুতালি ও ১০০ গ্রাম বালাইনাশক বিতরণ করা হয়। পাশাপাশি জমি প্রস্তুত, সেচ, বাঁশ ক্রয় ও শ্রমিক খরচ বাবদ সকলকে ‘বিকাশ’ এর মাধ্যমে নগদ দু’হাজার ৮শ’ টাকা প্রদান করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর